I procrastinate, therefore I am.

I procrastinate, therefore I am.

Saturday, October 26, 2013

Beche thaka


উচ্ছাকাঙ্খা,  দ্বন্দ - দ্বিধা,

শরীর - মনের  সব  চাহিদা --

কোনো  একদিন  মিলিয়ে  যাবে।

আর  বাস্তব  একথা  বলে

এই  দুনিয়াটা  যেমন  চলে,

তেমনি  চলবে  আমাকে  বাদে।



আমিও  তাই  পরোয়া  করিনা

পৃথিবী  আমায়  চিনলো  কিনা --

জীবনটা  হোক  অন্য  স্বাদের।

বেশ  ভালো  আছি  আজকে - এখন,

টুকিটাকি  কাজ,  উত্সুখ  মন;

দিন  কেটে  যায়  নির্বিবাদে।    

Thursday, September 5, 2013

Ghum Nei

আজকে  রাতে  খামখেয়ালী  মনে

গল্প  করে  এক-দুই-তিন  জনে

গল্প  তাদের  লাগামছাড়া  ঘোড়া

থামতে  বলি -- কে  কার  কথা  শোনে!


কালকে  তারা  সকাল  হয়ে  এলে

বিদায়  নেবে  আমায়  পেছন  ফেলে

থামবে  তাদের  খামখেয়ালী  কথা

ভাঙবে  আসর  কাজের  কলিং-বেলে।  

Friday, August 23, 2013

Itihash ar tumi

হাঁটছ  তুমি  এই  মিছিলে,  হাঁটছে  সবাই  মিলে;

হাঁটছ  তুমি  সেদিন  থেকে  যেদিন  এসেছিলে।

তুচ্ছ  তোমার  একার  হাঁটা -- কয়েকটা  দিন  পর

থামবে  বুকের  ঘড়ির  কাঁটা -- আত্ম-সুখের  ঘর।

তোমার  আগেই   লক্ষ-কোটি  মানুষ  গেছে  ফিরে,

তোমার  পরেও  হাঁটবে  লোকে  ইতিহাসের  ভিড়ে।


সেই  ভিড়ের  মাঝে  ঘুরে  ঘুরে  কত  মানুষ  হন্যে --

হাঁটলো  যারা  যুগে  যুগে  স্বাধীনতার   জন্যে;

অর্থ-বল,  রাষ্ট্র-সমাজ,  জাতির  কাঁটাতার,

ধর্মভীরু  কুসংস্কারের  অনুশাসন  ভার

বন্দী  করে  রাখল  যাদের -- লক্ষ-কোটি  নাম,

চেয়ে  দেখো  --  তাদের  পাশেই  আমরা  হাঁটলাম।

Thursday, June 20, 2013

Amra

পুরুষ-নারী,  ধনী-গরিব,

বামুন-দলিত,  আদম ও ইভ -- 

সব ক্ষমতার খেলা।

অন্যরা পর, আমরা আপন --

এই  আমাদের  জীবনযাপন 

পিঠ  বাঁচানোর  বেলা।

আমরা  আছি  শপিং  মলে, 

মাল্টি-প্লেক্স  সিনেমা  হলে --

বাইরে  গোটা  দেশটা।

আমরা  এসি  রেস্তোঁরাতে 

বিয়ার-কোকের  গেলাস  হাতে 

মেটাই  দিনের  তেষ্টা।

মরছে  ডুবে  ঋণের  দায়ে     

কৃষক  যত  ডাইনে-বাঁয়ে;

চলছে  ফ্যাশন  শুট।

আমরা  হলাম  প্যান্টালুন,

কর্পোরেট-এর  বোর্ড -রুম,

মিলিটারীর  বুট।।

Wednesday, June 12, 2013

Park Street

পার্ক  স্ত্রীটে  রাত্রি  নামে  এসি  গাড়ির  কাঁচে।

ক্লান্ত  শরীর  ফিরছে  বাড়ি  প্রতিদিনের   মত।

গাড়ি  মোছার  কাপড়  বেচে  যেসব  মানুষ  বাঁচে

মোড়ের  মাথায়  দাঁড়িয়ে  তারা  আজো  ইতস্তত।

হিন্দী  গান  উঠছে  বেজে  মোবাইল  রিংটোন-এ।

বড়  বড়  রেস্তোরাতে  বড়  লোকের  ভিড়।

ঘেয়ো  কুকুর  ঘুমিয়ে  থাকে  ফুটপাথের  কোণে।

হাওয়ায়  নড়ে  গাছের  পাতা,  সময়  তবু  স্থির।।

Monday, May 20, 2013

Shikarokti

জন্ম  থেকেই  থেকে  গেছি  এই   খাঁচার  ভেতর  বন্দী--

চেষ্টা  করেও  পারিনি  ভাঙতে  ভদ্রলোকের  গন্ডি।

তবুও  পড়েছি  দেয়াল  লিখন  সাম্যবাদের  চোখে --

কোনো  একদিন  বদলাবে  জানি  রাষ্ট্র-সমাজ  লোকে।

আমাকে  ছাড়াই  এগিও  সেদিন  ভবিষ্যতের  ডাকে,

আঘাতে  আঘাতে  ভাঙবে  যখন  পুরো  ব্যবস্থাটাকে।।  

Thursday, May 16, 2013

Mone Koro

মনে  কর  পথঘাট  ফাঁকা।

মনে  কর  শুনশান  পাড়া--

যেন  বনধের  দিন.

মনে  কর  শুধু  তুমি  ছাড়া

আর  কেউ  নেই  পৃথিবীতে।

মনে  কর  তুমি  একা বড়,

তাই  চলেছ  আপন  মনে,  আপন  গতিতে।

ছুটে  লাভ  নেই  কোনো--

পথঘাট  ফাঁকা,  বাড়ি-ঘর  খালি,

নেই  কোনো  দর্শক,  নেই  হাততালি।

নেই  মান, অভিমান,  অকারণ  ভয়,

নেই  কোনো  সংকোচ,  জয়-পরাজয়।

সময়  গিয়েছে  জমে  বরফের  মতো,

চারিদিক  স্থির।

ইতিহাস  লিখেছিল  বুকে  যত  ক্ষত,

সকলি  গিয়েছে  গুলে  বৃষ্টির  জলে --

শান্ত, নিবিড়।



কত  করে  চাইলাম,  তবু  হলো  না!

তাই  আরো  চাওয়া  বাকি,  কথা  বোলো  না!

বাকি  আরো  হাততালি,  খালি  চিত্কার,

সমুদ্রপাড়ে  বালি,  কিছু  হাহাকার।

তারপরে  শেষ  বাঁশি,  শেষ  কথা  বলা --

শুধু  শেষ  নয়  পৃথিবীর  এই  ছুটে  চলা.