পার্ক স্ত্রীটে রাত্রি নামে এসি গাড়ির কাঁচে।
ক্লান্ত শরীর ফিরছে বাড়ি প্রতিদিনের মত।
গাড়ি মোছার কাপড় বেচে যেসব মানুষ বাঁচে
মোড়ের মাথায় দাঁড়িয়ে তারা আজো ইতস্তত।
হিন্দী গান উঠছে বেজে মোবাইল রিংটোন-এ।
বড় বড় রেস্তোরাতে বড় লোকের ভিড়।
ঘেয়ো কুকুর ঘুমিয়ে থাকে ফুটপাথের কোণে।
হাওয়ায় নড়ে গাছের পাতা, সময় তবু স্থির।।
ক্লান্ত শরীর ফিরছে বাড়ি প্রতিদিনের মত।
গাড়ি মোছার কাপড় বেচে যেসব মানুষ বাঁচে
মোড়ের মাথায় দাঁড়িয়ে তারা আজো ইতস্তত।
হিন্দী গান উঠছে বেজে মোবাইল রিংটোন-এ।
বড় বড় রেস্তোরাতে বড় লোকের ভিড়।
ঘেয়ো কুকুর ঘুমিয়ে থাকে ফুটপাথের কোণে।
হাওয়ায় নড়ে গাছের পাতা, সময় তবু স্থির।।
No comments:
Post a Comment