I procrastinate, therefore I am.

I procrastinate, therefore I am.

Thursday, June 20, 2013

Amra

পুরুষ-নারী,  ধনী-গরিব,

বামুন-দলিত,  আদম ও ইভ -- 

সব ক্ষমতার খেলা।

অন্যরা পর, আমরা আপন --

এই  আমাদের  জীবনযাপন 

পিঠ  বাঁচানোর  বেলা।

আমরা  আছি  শপিং  মলে, 

মাল্টি-প্লেক্স  সিনেমা  হলে --

বাইরে  গোটা  দেশটা।

আমরা  এসি  রেস্তোঁরাতে 

বিয়ার-কোকের  গেলাস  হাতে 

মেটাই  দিনের  তেষ্টা।

মরছে  ডুবে  ঋণের  দায়ে     

কৃষক  যত  ডাইনে-বাঁয়ে;

চলছে  ফ্যাশন  শুট।

আমরা  হলাম  প্যান্টালুন,

কর্পোরেট-এর  বোর্ড -রুম,

মিলিটারীর  বুট।।

No comments:

Post a Comment