হাঁটছ তুমি এই মিছিলে, হাঁটছে সবাই মিলে;
হাঁটছ তুমি সেদিন থেকে যেদিন এসেছিলে।
তুচ্ছ তোমার একার হাঁটা -- কয়েকটা দিন পর
থামবে বুকের ঘড়ির কাঁটা -- আত্ম-সুখের ঘর।
তোমার আগেই লক্ষ-কোটি মানুষ গেছে ফিরে,
তোমার পরেও হাঁটবে লোকে ইতিহাসের ভিড়ে।
সেই ভিড়ের মাঝে ঘুরে ঘুরে কত মানুষ হন্যে --
হাঁটলো যারা যুগে যুগে স্বাধীনতার জন্যে;
অর্থ-বল, রাষ্ট্র-সমাজ, জাতির কাঁটাতার,
ধর্মভীরু কুসংস্কারের অনুশাসন ভার
বন্দী করে রাখল যাদের -- লক্ষ-কোটি নাম,
চেয়ে দেখো -- তাদের পাশেই আমরা হাঁটলাম।
হাঁটছ তুমি সেদিন থেকে যেদিন এসেছিলে।
তুচ্ছ তোমার একার হাঁটা -- কয়েকটা দিন পর
থামবে বুকের ঘড়ির কাঁটা -- আত্ম-সুখের ঘর।
তোমার আগেই লক্ষ-কোটি মানুষ গেছে ফিরে,
তোমার পরেও হাঁটবে লোকে ইতিহাসের ভিড়ে।
সেই ভিড়ের মাঝে ঘুরে ঘুরে কত মানুষ হন্যে --
হাঁটলো যারা যুগে যুগে স্বাধীনতার জন্যে;
অর্থ-বল, রাষ্ট্র-সমাজ, জাতির কাঁটাতার,
ধর্মভীরু কুসংস্কারের অনুশাসন ভার
বন্দী করে রাখল যাদের -- লক্ষ-কোটি নাম,
চেয়ে দেখো -- তাদের পাশেই আমরা হাঁটলাম।
No comments:
Post a Comment