উচ্ছাকাঙ্খা, দ্বন্দ - দ্বিধা,
শরীর - মনের সব চাহিদা --
কোনো একদিন মিলিয়ে যাবে।
আর বাস্তব একথা বলে
এই দুনিয়াটা যেমন চলে,
তেমনি চলবে আমাকে বাদে।
আমিও তাই পরোয়া করিনা
পৃথিবী আমায় চিনলো কিনা --
জীবনটা হোক অন্য স্বাদের।
বেশ ভালো আছি আজকে - এখন,
টুকিটাকি কাজ, উত্সুখ মন;
দিন কেটে যায় নির্বিবাদে।
very nice poem.
ReplyDelete