মনে কর পথঘাট ফাঁকা।
মনে কর শুনশান পাড়া--
যেন বনধের দিন.
মনে কর শুধু তুমি ছাড়া
আর কেউ নেই পৃথিবীতে।
মনে কর তুমি একা বড়,
তাই চলেছ আপন মনে, আপন গতিতে।
ছুটে লাভ নেই কোনো--
পথঘাট ফাঁকা, বাড়ি-ঘর খালি,
নেই কোনো দর্শক, নেই হাততালি।
নেই মান, অভিমান, অকারণ ভয়,
নেই কোনো সংকোচ, জয়-পরাজয়।
সময় গিয়েছে জমে বরফের মতো,
চারিদিক স্থির।
ইতিহাস লিখেছিল বুকে যত ক্ষত,
সকলি গিয়েছে গুলে বৃষ্টির জলে --
শান্ত, নিবিড়।
কত করে চাইলাম, তবু হলো না!
তাই আরো চাওয়া বাকি, কথা বোলো না!
বাকি আরো হাততালি, খালি চিত্কার,
সমুদ্রপাড়ে বালি, কিছু হাহাকার।
তারপরে শেষ বাঁশি, শেষ কথা বলা --
শুধু শেষ নয় পৃথিবীর এই ছুটে চলা.
মনে কর শুনশান পাড়া--
যেন বনধের দিন.
মনে কর শুধু তুমি ছাড়া
আর কেউ নেই পৃথিবীতে।
মনে কর তুমি একা বড়,
তাই চলেছ আপন মনে, আপন গতিতে।
ছুটে লাভ নেই কোনো--
পথঘাট ফাঁকা, বাড়ি-ঘর খালি,
নেই কোনো দর্শক, নেই হাততালি।
নেই মান, অভিমান, অকারণ ভয়,
নেই কোনো সংকোচ, জয়-পরাজয়।
সময় গিয়েছে জমে বরফের মতো,
চারিদিক স্থির।
ইতিহাস লিখেছিল বুকে যত ক্ষত,
সকলি গিয়েছে গুলে বৃষ্টির জলে --
শান্ত, নিবিড়।
কত করে চাইলাম, তবু হলো না!
তাই আরো চাওয়া বাকি, কথা বোলো না!
বাকি আরো হাততালি, খালি চিত্কার,
সমুদ্রপাড়ে বালি, কিছু হাহাকার।
তারপরে শেষ বাঁশি, শেষ কথা বলা --
শুধু শেষ নয় পৃথিবীর এই ছুটে চলা.
No comments:
Post a Comment