বাইরে আমার ধুসর শহর, কোলাহলের ঘর;
বাইরে আমার কাজের নদীর চোরাবালির চর.
ব্যস্ত অফিস, বাসের টিকিট,
ন্যায়-অন্যায়, সঠিক-বেঠিক --
দিনের আলোয় চলছে তাদের দ্বন্দ পরস্পর।
স্বপ্ন রাতের মিলিয়ে গেছে দিনের আলোর হাতে,
এখন যে তার আলাপ শুধুই অচেতনের সাথে।
কখন আসে, কখন যায় --
স্বপ্ন সে তার কিসের দায়
দিনের আলোয় বাইরে চলা প্রচন্ড সংঘাতে!
বাইরে আমার কাজের নদীর চোরাবালির চর.
ব্যস্ত অফিস, বাসের টিকিট,
ন্যায়-অন্যায়, সঠিক-বেঠিক --
দিনের আলোয় চলছে তাদের দ্বন্দ পরস্পর।
স্বপ্ন রাতের মিলিয়ে গেছে দিনের আলোর হাতে,
এখন যে তার আলাপ শুধুই অচেতনের সাথে।
কখন আসে, কখন যায় --
স্বপ্ন সে তার কিসের দায়
দিনের আলোয় বাইরে চলা প্রচন্ড সংঘাতে!
No comments:
Post a Comment