I procrastinate, therefore I am.

I procrastinate, therefore I am.

Thursday, June 20, 2013

Amra

পুরুষ-নারী,  ধনী-গরিব,

বামুন-দলিত,  আদম ও ইভ -- 

সব ক্ষমতার খেলা।

অন্যরা পর, আমরা আপন --

এই  আমাদের  জীবনযাপন 

পিঠ  বাঁচানোর  বেলা।

আমরা  আছি  শপিং  মলে, 

মাল্টি-প্লেক্স  সিনেমা  হলে --

বাইরে  গোটা  দেশটা।

আমরা  এসি  রেস্তোঁরাতে 

বিয়ার-কোকের  গেলাস  হাতে 

মেটাই  দিনের  তেষ্টা।

মরছে  ডুবে  ঋণের  দায়ে     

কৃষক  যত  ডাইনে-বাঁয়ে;

চলছে  ফ্যাশন  শুট।

আমরা  হলাম  প্যান্টালুন,

কর্পোরেট-এর  বোর্ড -রুম,

মিলিটারীর  বুট।।

Wednesday, June 12, 2013

Park Street

পার্ক  স্ত্রীটে  রাত্রি  নামে  এসি  গাড়ির  কাঁচে।

ক্লান্ত  শরীর  ফিরছে  বাড়ি  প্রতিদিনের   মত।

গাড়ি  মোছার  কাপড়  বেচে  যেসব  মানুষ  বাঁচে

মোড়ের  মাথায়  দাঁড়িয়ে  তারা  আজো  ইতস্তত।

হিন্দী  গান  উঠছে  বেজে  মোবাইল  রিংটোন-এ।

বড়  বড়  রেস্তোরাতে  বড়  লোকের  ভিড়।

ঘেয়ো  কুকুর  ঘুমিয়ে  থাকে  ফুটপাথের  কোণে।

হাওয়ায়  নড়ে  গাছের  পাতা,  সময়  তবু  স্থির।।