জন্ম থেকেই থেকে গেছি এই খাঁচার ভেতর বন্দী--
চেষ্টা করেও পারিনি ভাঙতে ভদ্রলোকের গন্ডি।
তবুও পড়েছি দেয়াল লিখন সাম্যবাদের চোখে --
কোনো একদিন বদলাবে জানি রাষ্ট্র-সমাজ লোকে।
আমাকে ছাড়াই এগিও সেদিন ভবিষ্যতের ডাকে,
আঘাতে আঘাতে ভাঙবে যখন পুরো ব্যবস্থাটাকে।।
চেষ্টা করেও পারিনি ভাঙতে ভদ্রলোকের গন্ডি।
তবুও পড়েছি দেয়াল লিখন সাম্যবাদের চোখে --
কোনো একদিন বদলাবে জানি রাষ্ট্র-সমাজ লোকে।
আমাকে ছাড়াই এগিও সেদিন ভবিষ্যতের ডাকে,
আঘাতে আঘাতে ভাঙবে যখন পুরো ব্যবস্থাটাকে।।