ছুটেছিলাম ধরব বলে রাজপুত্রের রথ --
ঝাপসা হলো চোখের পাতা, ঝাপসা হলো পথ।
ছুটেছিলাম ধরব বলে দশটা-পাঁচের বাস --
স্কুল-কলেজ-অফিস জুড়ে ছোটার ইতিহাস।
ফেলে আসা সময়গুলো ছোটার মানে জানত;
অনেকটা পথ পেরিয়ে এসে এখন তারা ক্লান্ত।
বিকেলবেলার মিষ্টি রোদে কাটবে বাকি দিনটা --
হারিয়ে গেছে অতীত, আর ভবিষ্যতের চিন্তা।।
ঝাপসা হলো চোখের পাতা, ঝাপসা হলো পথ।
ছুটেছিলাম ধরব বলে দশটা-পাঁচের বাস --
স্কুল-কলেজ-অফিস জুড়ে ছোটার ইতিহাস।
ফেলে আসা সময়গুলো ছোটার মানে জানত;
অনেকটা পথ পেরিয়ে এসে এখন তারা ক্লান্ত।
বিকেলবেলার মিষ্টি রোদে কাটবে বাকি দিনটা --
হারিয়ে গেছে অতীত, আর ভবিষ্যতের চিন্তা।।
No comments:
Post a Comment