গভীর কোনো বইয়ের পাতায়, গোপন অভিধানে --
যখন খুঁজি তত্ত্বকথায় বেঁচে থাকার মানে;
মলিন ধুসর পাতার ফাঁকে অনেক খুঁজেও পাইনা তাকে,
পালিয়ে বেড়ায় আমার থেকে নিভৃতে সাবধানে।
অন্যজনের অনুরাগে আমায় খুজি তাই;
পৃথিবী বড় সবুজ লাগে বাইরে যখন চাই।
গাছের ভিড়ে, ট্রাফিক জ্যাম-এ বেঁচে থাকে বাঁচার মানে --
অবাক চোখে চাই সেখানে জীবন খুঁজে পাই।।
যখন খুঁজি তত্ত্বকথায় বেঁচে থাকার মানে;
মলিন ধুসর পাতার ফাঁকে অনেক খুঁজেও পাইনা তাকে,
পালিয়ে বেড়ায় আমার থেকে নিভৃতে সাবধানে।
অন্যজনের অনুরাগে আমায় খুজি তাই;
পৃথিবী বড় সবুজ লাগে বাইরে যখন চাই।
গাছের ভিড়ে, ট্রাফিক জ্যাম-এ বেঁচে থাকে বাঁচার মানে --
অবাক চোখে চাই সেখানে জীবন খুঁজে পাই।।
No comments:
Post a Comment