কিছু আনমন আজব খেয়াল,
পরিচিত কোণ ঘরের দেয়াল,
কাছের লোকের বলা কিছু কথা,
দুঃখ শোকের কিছু নিরবতা,
গোপন থাকুক চেনা অচেনা --
কিছু হাসিমুখ ফিরে আসেনা।
গোপন থাকুক কিছু কিছু আশা,
নম্র, লাজুক কিছু ভালবাসা।
গোপন থাকুক কিছু চাওয়া-পাওয়া,
গোপন থাকুক কিছু ভুলে-যাওয়া।
পরিচিত কোণ ঘরের দেয়াল,
কাছের লোকের বলা কিছু কথা,
দুঃখ শোকের কিছু নিরবতা,
গোপন থাকুক চেনা অচেনা --
কিছু হাসিমুখ ফিরে আসেনা।
গোপন থাকুক কিছু কিছু আশা,
নম্র, লাজুক কিছু ভালবাসা।
গোপন থাকুক কিছু চাওয়া-পাওয়া,
গোপন থাকুক কিছু ভুলে-যাওয়া।